নগরায়ণ ও নগর সরকার

নগরায়ণ ও নগর সরকার
বাংলাদেশের সিটি কর্পোরেশন
লেখকঃ ড. তোফায়েল আহমেদ ও বিধান চন্দ্র পাল
প্রকাশকঃ প্রথমা প্রকাশন, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
মূল্যঃ ৳ ১৭০/- মাত্র
সমকালীন বিশ্বে নগরের বিস্তৃতি ও ব্যাপকতা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। বিকাশমান সমাজ ও রাষ্ট্র হিসেবে বাংলাদেশেও এ ধারায় যুক্ত। নগরায়ণ মানেই সমাজের বিভিন্নমুখী রূপান্তর। এই রূপান্তরের মধ্য দিয়ে আসে নতুন সমাজ, নতুন সভ্যতা ও নবতর জীবনপ্রণালি। চলে আধুনিকতা ও বিশ্বজনীনতায় অবগাহন। ঐতিহ্যগত শিল্প-সাহিত্য-সংস্কৃতির সঙ্গে ঘটে বিজ্ঞান-প্রযুক্তির মেলবন্ধন। কিন্তু বাংলাদেশের নগরায়ণ, নগরশাসন ও নগর সরকারে আধুনিকতার পরিবর্তে একধরনের আদিমতার আগ্রাসন চলে আসছে, যা নগরকে ‘ইট, বালি ও সিমেন্টের- জঙ্গলে’ পরিণত করেছে। এমনি একটি সময়ে সভ্য ও সংস্কৃত সমাজ বিনির্মাণের উপযোগী নগরশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশের নগরায়ণ ও নগরশাসন বিষয়ে প্রাণবন্ত ভাষায় তথ্যবহুল এই বই প্রকাশিত হলো। এখানে বাংলাদেশের নগরায়ণ প্রক্রিয়ার কিছু খুঁটিনাটি তথ্যের বিশ্লেষণ যেমন রয়েছে, তেমনি থাকল ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে তিনটি পৃথক অধ্যায়। তা ছাড়া তুলনামূলক দৃষ্টিভঙ্গি তৈরির সুবিধার্থে কলকাতা, দিল্লি, মুম্বাই ও লন্ডন মহানগর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। সবশেষে আছে যুগের চাহিদার নিরিখে এদেশের নগরশাসন সংস্কারের কিছু দিকনির্দেশনা। বইটি নগরশাসন বিষয়ে গবেষক ও বাংলাদেশে আধুনিক নগরায়ণ দেখতে আগ্রহী সাধারণ পাঠকের আগ্রহ মেটাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *